বরিশালের সর্বস্তরের ওলামা মাশায়েখদের সমন্বয়ে ইন্টারন্যাশন্যাল ক্বিরাত রিসাইটেশন এসোসিয়েশনের (ইক্বরা) এর উদ্যেগে আন্তর্জাতিক ক্বিরাত মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারী) হেমায়েত উদ্দিন কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে বিকেল ৪ টায় মাহফিল শুরু হয় চলে রাত ব্যপি। স্টিমারঘাট জামে মসজিদের খতিব হযরত মাওলানা মির্জা শরফুদ্দিন বেগ এর সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার। এছাড়াও ক্বিরাত মাহফিলে আমন্ত্রিত আন্তর্জাতিক ক্বারীদের মধ্যে শাইখ আহমদ বিন ইউসুফ আল-আযহারী (শাইখুল কুররা, বাংলাদেশ),শাইখ ত্বহা আন নোমানী (শাইখুল কুররা, মিশর),ক্বারী হামেদ আলীযাদেহ (শাইখুল কুররা,ইরান),ক্বারী আলী রেযা রেযায়ী (শাইখুল কুররা, আফগানিস্তান),ক্বারী মুহাম্মাদ নাযীর আসগর( শাইখুল কুররা,ফিলিপাইন) উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.