সাকিবুজ্জামান সবুর:
প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫-এ কবিতা আবৃত্তিতে জাতীয় পর্যায়ে ৩য় স্থান অর্জন করেছে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সদরের ৪৩নং পশ্চিম আউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর মেধাবী শিক্ষার্থী রুকাইয়া তাবাসসুম তাসফিয়া। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনের পর এবার জাতীয় পর্যায় এই কৃতিত্বের মধ্য দিয়ে সে নিজের প্রতিভা ও নিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করেছে। তাসফিয়া তার স্কুল ও এলাকার গর্ব হিসেবে ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।
আজ রবিবার (০১ জুন) ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাল্টিপারপাস হলরুমে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদ্রেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায়। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।
তাসফিয়ার মা সালমা সুলতানা জানান, “এই অর্জন আমার সন্তানের একক প্রচেষ্টার ফল নয়, বরং আমাদের পরিবার, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত উৎসাহ, পরামর্শ এবং সহযোগিতার ফসল। যারা আমাদের পাশে ছিলেন, সহযাত্রী হয়ে পথ চলেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
তিনি আরও বলেন, “তাসফিয়া ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগী। নিয়মিত আবৃত্তির চর্চা ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তার আত্মবিশ্বাস গড়ে ওঠে।” রুকাইয়া তাবাসসুম তাসফিয়ার এই সাফল্যে শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে। তার ভবিষ্যৎ পথচলা আরও উজ্জ্বল ও সফল হোক—এমনটাই প্রত্যাশা করি।
আরও পড়ুন : কাঠালিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.