ঝালকাঠি প্রতিনিধি:
প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান সামসের মুক্তি ও সম্পাদক মতিউর রহমানের নামে মামলা প্রত্যাহারসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করা হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঝালকাঠির সাংবাদিক সমাজ, প্রেস ক্লাব ও প্রথম আলো বন্ধুসভা আয়োজিত মানববন্ধনে সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহসভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার, বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা, প্রেস ক্লাবের সহসাধারণ সম্পাদক কে এম সবুজ, প্রথম আলো প্রতিনিধি মাহামুদুর রহমান পারভেজ, সাংবাদিক অলোক সাহা, আল আমিন তালুকদার, রতন আচার্য্য ও রহিম রেজা।
বক্তারা বলেন, দেশের গণমাধ্যমের কণ্ঠ রোধ করার জন্য একটি পক্ষ সরকারকে উচকে দিচ্ছে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ধ্বংস করে কোন উন্নয়নই সম্ভব নয়। তাই ডিজিটাল নিরাপত্তা নামের কালো আইন বাতিলের পাশাপাশি প্রথাম আলোর সম্পাদক মতিউর রহমান ও প্রতিবেদক শামসুজ্জামান সামসের নামে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা। এছাড়াও বক্তারা সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.