অনলাইন ডেস্ক:
পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে উত্তর কদমতলা গ্রামের মাঝি বাড়ির সামনে থেকে লাশটি উদ্ধার করে পিরোজপুর সদর থানা পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাঃ নূরুল ইসলাম বাদল জানান, স্থানীয়দের কাছ থেকে সকালে খবর পেয়ে রাস্তার পাশের খালের চর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের গলায় একটি লাল রঙের কাপড় দিয়ে পার্শ্ববর্তী একটি খুটির সাথে বাধা ছিল। আর কিছু দূরেই পাওয়া গেছে তার সাথে থাকা মোবাইল ফোন, ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্র।
ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় অন্য এলাকা থেকে এনে হত্যা করে ওই যুবককে ওখানে ফেলে রাখা হয়েছে। তবে মৃতদেহটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। খবর পেয়ে পিরোজপুর পিবিআই এর একটি দল ঘটনাস্থলে গিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.