অনলাইন ডেস্ক:
মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে ঈদে ঘরমুখী যাত্রীদের প্রচণ্ড চাপ।
আজ রোববার সকাল থেকে শিমুলিয়ায় ঘাটে পারাপারে অপেক্ষায় আছেন হাজারো যাত্রী।
ভোররাত থেকে দক্ষিণবঙ্গগামী যাত্রীরা শিমুলিয়া ঘাটে জড়ো হয়েছেন।
তাঁরা সকাল থেকে ফেরির ছাড়ার অপেক্ষায় থাকলেও সকালে কোনো ফেরি ছেড়ে যায়নি।
এদিকে শিমুলিয়া ঘাটে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের (বিজিবি)।
বিজিবির টহলের মধ্যে এসব যাত্রী ঘাটে জড়ো হয়েছেন।
এ ছাড়া শিমুলিয়া ঘাটে মালবাহী গাড়ির লম্বা সারি রয়েছে।
পারাপারের অপেক্ষায় আছে প্রায় ৩৫০টি যানবাহন।
সকাল সোয়া নয়টার দিকে শিমুলিয়া ৩ নম্বর ঘাট এলাকায় দেখা যায়, কয়েক হাজার যাত্রী ফেরির জন্য পন্টুনে অপেক্ষা করছেন। এ সময় যাত্রীরা নদীতে ফেরি দেখে ডাকতে শুরু করেন। সকাল সোয়া নয়টার দিকে মাদারীপুর ঘাট থেকে ফেরি কুঞ্জলতা শিমুলিয়া ঘাটের কাছাকাছি এলে ঘাটে পন্টুনে যাত্রীদের ভিড় দেখে সেটি মাঝনদীতে অবস্থান নেয়। পরে শাহপরান ফেরিতে যাত্রী ওঠালে কুঞ্জলতা ফেরি দুই নম্বর ঘাটে ভেড়ানো হয়।
শিমুলিয়া ঘাটের ট্রাফিক পুলিশের কর্মকর্তা হিলাল উদ্দিন বলেন, ভোররাত থেকে ফেরি চলাচল বন্ধ। তবে সকালে কয়েকটি অ্যাম্বুলেন্স নিয়ে একটি ছোট ফেরি এ ঘাট থেকে ছেড়ে গেছে। জরুরি পণ্যবাহী যানবাহন ও অ্যাম্বুলেন্স জড়ো হওয়ায় সকাল পৌনে ১০টার দিকে ফেরি শাহপরান ছেড়ে যায়।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.