ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে পনেরো বছর পর ডাকাতি মামলার পলাতক আসামি হেলাল উদ্দিন হিলনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার নাচনমহল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক হেলাল উদ্দিন হিলন উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর এলাকার ওয়াজেদ মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা ওসি (তদন্ত) মো. আশ্রাব আলী।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার ওসি (তদন্ত) মো. আশ্রাব আলী ও এসআই মো. সহিদুল ইসলাম উপজেলার নাচনমহল ইউনিয়নের নাচনমহল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গুলশান মডেল থানায় ২০০৯ সালের ২৩ জুন একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। মামলা নং-৮৯। তিনি এতোদিন পলাতক ছিলেন।
ওসি তদন্ত মো. আশ্রাব আলী জানান, গ্রেফতারকৃত হেলাল উদ্দিন হিলনকে শনিবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.