অনলাইন ডেস্ক:
জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও জাতীয় যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল বলেছেন, নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে। এতে কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ। পেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা প্রয়োজন। গতকাল রবিবার সন্ধ্যায় কাকরাইলস্থ জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সমসাময়িক বিষয় নিয়ে এই সভার আয়োজন করে জাতীয় যুব সংহতি।
কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, ঢাকার সভাপতি এনামুল ইসলাম রুবেল বলেন, নিত্যপণ্যের বাজার কার্যত সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে গেছে। নানামুখী উদ্যোগ, পদক্ষেপ গ্রহণ করেও সিন্ডিকেট ভেঙে ফেলা যাচ্ছে না কেন? বর্তমানে অযৌক্তিক কারণে পেঁয়াজের দাম বেড়েই চলেছে। এর লাগাম টেনে ধরতে হবে। কারণ এ ঊর্ধ্বগতি জনজীবনে এক অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করেছে।
জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মাহফুজ আলমের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন সহসভাপতি ব্যারিস্টার আলবার্ট বাড়ৈ, হাসনাইন তালুকদার দিবস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নাজমুল হুদা, প্রচার সম্পাদক মো. আল আমিন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.