প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৫, ১২:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২২, ২:০৭ পি.এম
নলছিটি থানা পুলিশের শীতবস্ত্র বিতরণ
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে নলছিটি থানা পুলিশ।
বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে থানা চত্বরে কম্বল বিতরণ করা হয়। নলছিটি থানা অফিসার্স ইনচার্জ আতাউর রহমান'র সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ঝালকাঠি সদর সার্কেল) প্রশান্ত কুমার দে। এসময় থানার অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। নলছিটি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, থানা পুলিশের পক্ষ থেকে শতাধিক শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।