ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতীর (৪০) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। চেক ডিজঅনার মামলায় রোববার (১৬ মার্চ) ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিরাজুল ইসলাম রাসেল এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা শান্ত জানান, নলছিটির মল্লিকপুর এলাকার বাসিন্দা হাবিবুর রহমান ২০২৪ সালের ১৯ ডিসেম্বর বিজন কৃষ্ণ খরাতীর বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগ এনে মামলা করেন। মামলার পরপরই আদালত আসামির বিরুদ্ধে সমন জারি করেন। তবে নির্ধারিত সময়ে হাজির না হওয়ায় আদালত আজ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
উল্লেখ্য, বিজন কৃষ্ণ খরাতী নলছিটি উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে তার বিরুদ্ধে ওঠা এ মামলায় এখন আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.