ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে (অবসরপ্রাপ্ত) সেনা সদস্য ও বর্তমান ব্যবসায়ী মোঃ নূরুল ইসলামের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এঘটনায় গতকাল শুক্রবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) ব্যবসায়ী মোঃ নূরুল ইসলাম ও তাঁর পুত্র মোঃ রাকিবুল ইসলামকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে এ ডাকাতি সংঘটিত করে। ডাকাতরা ১১ ভরি স্বর্ণ,১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের একটি মটর বাইক,নগদ ৪৬ হাজার টাকা,একটি এন্ড্রয়েড মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।
এ ঘটনায় গৃহকর্তা সাবেক সেনা সদস্য মোঃ নূরুল ইসলাম শুক্রবার নলছিটি থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। মোঃ নূরুল ইসলাম জানান, উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ গ্রামে তার বাড়িতে গত বৃহস্পতিবার (৩ মার্চ) রাত আনুমানিক ২:৪০ মিনিটের দিকে ৭-৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে তার ও ছেলের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে সর্বস্ব লুটে নেয়। তিনি আরো জানান, ডাকাতি সংঘটিত হওয়ার রাতে তার স্ত্রী বড় মেয়ের বরিশালের বাসায় ছিলেন।
তিনি অনুমান করছেন যে, ডাকাতদের ভেতর হয়ত কেউ একজন সুকৌশলে আগেই ঘরে প্রবেশ করে। পরে উনারা ঘুমিয়ে যাওয়ার পরে রাতে গেট/রান্নাঘরের দরজা অন্যদের প্রবেশ করিয়ে ডাকাতি করে। এলাকাবাসীর অভিযোগ,দ্রুত এই এলাকায় ডাকাতিসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কঠোর ব্যবস্থা নেয়ার দাবি করেছেন তারা। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঃ আতাউর রহমান বলেন, ডাকাতির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.