ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে কৃষি অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ১হাজার ৫শ ৯০ জন প্রান্তিক কৃশকদের মাঝে বিণামূল্যে বীজ ও সার বিতরণ অনুষঠানের উদ্ভোদন করা হয়েছে।
রোববার সকালে উপজেলা কৃষি অধিদপ্তরে অডিটোরিয়াম কৃষি কর্মকর্তা ইশরাত জাহান মিলি'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মোর্সেদা লস্কর। এ-সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকঅতা আবুজাফর মোঃ ইলিয়াচ, উপজেলা কৃষক লীগ সভাপতি ও পৌর কাউন্সিলর মোঃ ফিরোজ আলম খান, প্রভাষক মোঃ আমির হোসেন সহ উপজেলা বিভিন্ন পর্যায়ের প্রান্তিক কৃষক-কৃষানীবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্ভোদনী অনুষ্ঠান শেষে উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১হাজার ৫শ ৯০ জন কৃষকের মাঝে সরকারের পক্ষ থেকে প্রনোদনা হিসেবে জনপ্রতি ৫ কেজি উপশি আউশ ধানের বীজ,২০ কেজি ড্যাপ সার ও ১০ কেজিকরে এমওপি সার বিতরণ করাহয়।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.