ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে বাকপ্রতিবন্ধী এক তরুণীকে (৩০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত সিফাত খান নামে এক যুবককে আসামি করে সোমবার (২১আগষ্ট) দুপুরে নলছিটি থানায় একটি মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানায়, গত ১৭ আগস্ট রাতে ঘরে একা পেয়ে জোর পূর্বক বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করে প্রতিবেশী সিফাত খান। মেয়েটি এ ঘটনা বাবা-মাকে জানায়। তারা বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে জানালে ক্ষিপ্ত হয়ে সিফাত ওই পরিবারটিকে ভয়ভীতি দেখাতে থাকে। স্থানীয়দের সহযোগিতায় মেয়ের মা বাদী হয়ে সোমবার দুপুরে নলছিটি থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের খবর পেয়ে এলাকা ছেড়ে পালিয়েছে সিফাত।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
আরও পড়ুন : রাজাপুরে সোহাগ ক্লিনিকে চিকিৎসা নিতে গিয়ে শিশু সন্তানের জননীর মৃত্যু
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.