নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি পৌর এলাকার বৈচন্ডী গ্রামে জুবায়ের ইসলাম গাজী (৬) নামে এক মাদ্রাসা ছাত্র পানিতে ডুবে মারা গেছে।
নিহত জুবায়ের ওই গ্রামের ব্যবসায়ী মো.মনিরুজ্জামান গাজীর পুত্র ও নলছিটি মারযাকুল কুরআন মাদ্রাসার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে জুবায়েরকে বাসায় দেখতে না পেয়ে খুঁজতে শুরু করে স্বজনরা। কোথাও খুঁজে না পেয়ে বাড়ির পিছনে একটি মাছের ঘেরের পাশে তার ব্যবহৃত জুতা দেখতে পেয়ে সেখানে তারা সন্ধান শুরু করে।পরে ওই গভীর ঘের থেকে ডুবন্ত অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে তার চাচা শাহীন গাজী।পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এতে ঘটনাস্থল পরিদর্শন করেছে নলছিটি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রীসহ পুলিশের একটি দল।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.