ঝালকাঠিতে নলছিঠিতে ক্ষেতের ধান খাওয়ার অপরাধে অর্ধশতাধিক বাবুই পাখির বাচ্চা পুড়িয়ে অমানবিক হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার সকালে নলছিটি উপজেলার ভৈরবপাশা গ্রামের সিদ্দিক মার্কেটে তাল গাছে বাবুই পাখির বাসায় বাশের মাধ্যমে আগুন জ্বালিয়ে নির্মমভাবে হত্যা করা হয় পাখির বাসায় থাকা ছোট ছোট বাবুই পাখির বাচ্চা।
এ বিষয়ে এলাকার সচেতন লোকজন বলেন, নিষ্ঠুর এই ঘৃন্য কাজ একজন মানুষ করতে পারে তা ভাবতেই অবাক লাগে ।
বাবুই পাখির অপরাধ, তারা নাকি ক্ষেতের ধান খেয়ে ফেলে! এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
বন বিভাগ ঝালোকাঠিকে ইতিমধ্যেই মৌখিকভাবে জানানো হয়েছে। শনিবার ঘটনা স্থলে বনবিভাগের কর্মকর্তারা পরিদর্শনে যাবেন বলে জানা গেছে।
এলাকা বাসী যথাযথ কর্তৃপক্ষের নিকট ব্যবস্থা নেয়ার জন্য দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.