ঝালকাঠি প্রতিনিধি:
দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ ও কন্যাশিশু এডভোকেসী ফোরাম'র আয়োজনে ঝালকাঠির নলছিটি উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে। এবারের দিবসের প্রতিপাদ্য বিষয় " বিনিয়োগে অগ্রাধিকার, কন্যাশিশুর অধিকার"।
রোববার (১অক্টোবর ) সকাল ১০ টায় নলছিটি চায়না মাঠ সড়ক ফিরোজা আমু সাংস্কৃতিক কেন্দ্র ও পাঠাগারের কার্যালয় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নলছিটি পৌরসভার মেয়র আ: অহেদ খাঁন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাঈমুন্নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুজন সুশাসনের জন্য নাগরিক নলছিটি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক মো: আমির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ নলছিটি উপজেলার কো- অর্ডিনেটর সুজন- সুশাসনের জন্য নাগরিক নলছিটি উপজেলা কমিটির সভাপতি মো খলিলুর রহমান মৃধা। এছাড়াও বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা সুমি আক্তার ও সালমা আক্তার প্রমূখ।
বক্তারা কন্যার পরিপুষ্টি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও বিনিয়োগে অগ্রাধিকার, কন্যাশিশুর অধিকার'র উপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.