নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে উপজেলা মৎস্য অধিদপ্তরের অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত দুটি বেহুন্দী জাল আটক করেছে।
সোমবার (১১জানুয়ারী) রাতে উপজেলা প্রশাসন সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে জাল দুটি জব্দ করেন।
এসময় জেলেরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
বেহুদী জালকে রেনু পোনা ধ্বংসের অন্যতম প্রধান উৎস হিসেবে বিবেচনা করা হয়। আটককৃত জাল দুটির বাজার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
জব্দকৃত জাল উপজেলা নির্বাহী অফিসার(ভারঃ) মো. সাখাওয়াত হোসেন’র উপস্থিতিতে উপজেলা চত্বরে এনে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে।
অভিযানের ব্যপারে উপজেলা মৎস্য স¤প্রসারন কর্মকর্তা রমনী কান্ত মিস্ত্রি বলেন বেহুদী জালসহ বেশ কিছু জাল একেবারেই নিষিদ্ধ করেছে সরকার তাই এ অভিযান সারাবছরই চলমান থাকবে।
এছাড়াও মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী এসএম সোয়েব ও নলছিটি থানার এএসআই আকতার হোসেন প্রমুখ অভিযানে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.