বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার উত্তর চেঁচরী দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী মো. নুর সাইদ (১১) তীব্র গরমে ক্লাস রুমেই ক্লাস চলাকালীন অবস্থায় অসুস্থ হয়ে পড়েছে।
সোমবার (২৯) এপ্রিল সাড়ে বারটায় উপজেলার উত্তর চেঁচরী দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছে মাদ্রাসার সুপার মাওলানা মো. বেলায়েত হোসেন। নুর সাইদ উপজেলার উত্তর চেঁচরী গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে।
নুর সাইদের পিতা মো. মিজানুর রহমান জানান, আমার ছেলে সাড়ে বার টার দিকে তীব্র গরমে মাদ্রাসা চলাকালীন অবস্থায় অসুস্থ হয়ে পরে এবং ক্লাস রুমে বমি করে। খবর পেয়ে স্থানীয় কৈখালী বাজারে এনে ডাক্তার দেখিয়ে ঔষধ খাওয়ানোর পরে এখন অনেকটা কিছুটা সুস্থ হয়েছে।
উত্তর চেঁচরী মাদ্রাসার সুপার মাওলানা মো. বেলায়েত হোসেন জানান, মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী নুর সাইদ তীব্র গরমে কয়েক বার বমি করে অসুস্থ হয়ে পড়ে। সাথে সাথে আমরা তার পরিবারকে খবর দিয়ে স্থানীয়ভাবে চিৎিসা দিয়ে বাড়ী পাঠিয়ে দিয়েছি। এখন কিছুটা সুস্থ। তিনি আরো জানান, ঘটনার সাথে সাথে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে জানানো হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আমিনুল ইসলাম জানান. তীব্র গরমে উত্তর চেঁচরী দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী মো. নুর সাইদ এর অসুস্থতার কথা শুনেছি। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করবো।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.