ঢাকার মিরপুরে ঢালি কমিউনিটি সেন্টারে গত শুক্রবার ঢাকাস্থ কাঠালিয়া ১ নং চেঁচরী রামপুর ইউনিয়নের যুব কল্যাণ সমিতির ১০১ সদস্য কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথমবারের মত ঝালকাঠি জেলার কাঠালিয়া থানায় ১ নং চেচরী রামপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ঢাকায় বসবাসরত সকল শ্রেনীপেশার যুবকদের নিয়ে উক্ত সংগঠনটি আত্মপ্রকাশ পায়।
টপি তালুকদার-এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাঠালিয়া কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি জনাব দিপু সিকদার এবং প্রধান অথিতি হিসেবে ছিলেন অধ্যাক্ষ আবুল বাশার বাদশা ও বিশেষ অথিতি ছিলেন ১ নং চেচরী রামপুর ইউনিয়নের সাবেক চেয়াম্যান জনাব জাকির হোসেন ফরাজী।
উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে জনাব অধ্যাক্ষ আবুল বাশার বাদশা বলেন ১ নং চেচরী রামপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের গ্রামে যাহারা বসবাস করেন অনেকেই কঠিন জীবন যাত্রায় বসবাস করছেন তাই আমরা যারা ঢাকায় বসবাস করি তারা গ্রামের মানুষের পাশে দাড়ানো এবং সকলের সুখে দুখে বিপদে আপদে সকলের পাশে দাড়ানোর এবং সকল যুবককে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার দিক নির্দেশনা দেন।
বিশেষ অতিথির বক্তব্যে জনাব জাকির হোসেন ফরাজী বলেন গ্রাম থেকে অনেক অসহায় রোগী ঢাকায় চিকিৎসার জন্য আসে তারা অর্থের অভাবে চিকিৎসা নিতে পারেননা এবং একটা রোগী মারা গেলে টাকার অভাবে বাড়িতে নিতে কষ্ট হয় তাই আমাদের এই সংগঠনের কাজ হবে মানুষের পাশে সহযোগীতা করা, আমরা যে যার সামর্থ অনুযায়ী সকলের পাশে দাড়াবো। কাঠালিয়া কল্যাণ সমিতির সাধারন সম্পাদক জনাব টপি তালুকদার বলেন অনেকেই আছে চিকিৎসার জন্য রক্ত ম্যানেজ করতে পারে না একজন রোগী রক্তের অভাবে মারা যাবে তা হতে পারে না তাই আমাদের সংগঠনের মাধ্যমে ১ নং চেচরী রামপুর ইউনিয়নের সকল প্রকার সেবা যাতে পায় সে বিষয় তার মতামত প্রকাশ করেন।
আরও পড়ুন : কাঠালিয়ায় ডোবার পানিতে পড়ে দুই বোনের মৃত্যু
পরিশেষে সকলের মতামতের ভিত্তিতে কাউন্সিল-এর মাধ্যামে ১০১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন । উক্ত কমিটিতে সভাপতি হিসেবে জনাব মোঃ রফিক জোমাদ্দার এবং সাধারন সম্পাদক হিসেবে মোঃ আমির হোসেন সুমন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ মহিতুল হাসান সাদ্দাম তালুকদারকে নির্বাচিত করেন।
সভাপতি মোঃ রফিক জোমাদ্দার এবং সাধারন সম্পাদক মোঃ আমির হোসেন সুমন সকল সদস্যদের সাথে নিয়ে ঢাকাস্থ ১ নং চেচরী রামপুর ইউনিয়ন যুব কল্যাণ সমিতির সার্থে এক যোগে কাজ করবেন সেই অঙ্গিকার পোষন করেন।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.