ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে নাশকতার মামলায় জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক এনাম সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সকাল ১০টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এনামুল হাসান ওরফে এনাম (২৩) ঝালকাঠি সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র ও রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা গ্রামের মো. নজির সিকদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম।
এনামের পিতা মো. নজির সিকদার বলেন, আমার ছেলে ঝালকাঠি কলেজে ইসলামের ইতিহাসের অনার্স ৩য় বর্ষের ছাত্র। সে বাড়িতে থাকে না ঝালকাঠি থাকে ওখানে বসে পড়ালেখা করে। কোনো রাজনৈতিক দল করতো বলে আমার জানা নেই। পুলিশ কি কারণে তাকে আটক করছে তিনি তা জানেন না।
শুক্তাগড় ইউনিয়ান চেয়ারম্যান বিউটি সিকদার জানান, ৩নং ওয়ার্ডের কেওতা গ্রামের এনাম সিকদারকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিতুল ইসলাম জানান, নাশকতার মামলায় অভিযান চালিয়ে এনামকে গ্রেফতার করা হয়। নাশকতার যে কোনো অপচেষ্টা রুখে দেওয়ার জন্য এমন নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেন তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.