ঝালকাঠি থেকে প্রকাশিত দৈনিক গাউসিয়া'র নব যাত্রার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ৭ জুলাই সকাল এগারোটায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীর এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন বাংলাদেশের আওয়ামী লীগ'র উপদেষ্টা পরিষদের সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, সাবেক খাদ্য ও শিল্পমন্ত্রী ঝালকাঠি-২ আসনের সাংসদ আলহাজ্ব আমির হোসেন আমু। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত জেলা প্রশাসক লতিফা জান্নাত, অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল হক, প্যানেল মেয়র তরুন কুমার কর্মকার।
পত্রিকার সম্পাদক প্রবীণ সাংবাদিক চিত্তরঞ্জন দত্ত'র সভাপতিত্বে এ আয়োজনে বক্তব্য রাখেন জিপি মীর রফিকুল ইসলাম আজম, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো: খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, গাউসিয়া পত্রিকার বার্তমি সম্পাদক মিলন কান্তি দাস প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন গাউসিয়া পত্রিকার প্রকাশক অলোক সাহা। প্রধান অতিথি বলেন সাংবাদিকদের মানুষের কল্যাণে কাজ করতে হবে। পত্রিকাটি যাতে গণমানুষের কাছে সুনাম রয়ে আনতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হব। অনুষ্ঠান শেষে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.