ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগড় নন্দিনী ২ নামের একটি তেলবাহি জাহাজে বিস্ফোরণ হয়ে ৪ জন দগ্ধ হয়েছেন এবং ৫ জন নিখোঁজ রয়েছেন। শনিবার দুপুর ২ টার দিকে শহরের পৌর সভার খেয়াঘাট এলাকার সুন্ধা নদীতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন শাকিল (৩৫), ফরিদুল আলম (৫০), ইকবাল হোসেন (২৭), বেলায়েত হোসেন (৩৫) ও মাইনুর ইসলাম হৃদয় (২৯)। এরা সকলে জাহাজের শ্রমিক।
গুরুতর দগ্ধ ২ জনকে বরিশাল শেবাচিমে প্রেরন করা হয়েছে এবং তিন জন ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর চেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রন করে দগ্ধদের উদ্ধার করে। তবে নিখোজ ব্যক্তিদের সন্ধ্যান চলছে। এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে এসেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাগর নন্দিনি-২ নামের এ জাহাজটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর পাড়ে তেলের ডিপুতে তেল খালাস করা জন্য পেট্রোল ও ডিজেল ভর্তি আসে। জাহাজটি নোঙ্গর করা অবস্থায় নদীর অপর পাড়ে দুপুরে হঠৎ বিকট বিস্ফোরিত হয়। পরে পুরো জাহাজে আগুন লাগে। ঝালকাঠি ও ববিশালের ফায়ার সার্ভিসের ৫ টি টিম এখন আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো: মহিদুল ইসলাম বলেন, আগুন বর্তমানে নিয়ন্ত্রনে রয়েছে। তবে ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে তা প্রাথমিক ভাবে জানা যায়নি। জাহাজটিতে মাস্টার সহ মোট ৯ জন কর্মচারী ছিলেন। এরমধ্যে ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের ৪ জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোজ রয়েছেন জাহাজের ৪ কর্মচারী।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.