ঝালকাঠি প্রতিনিধিঃ
বরিশাল -পটুয়াখালী মহাসড়কে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া চৌরাস্তা নামক স্থানে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রোববার (১৬ অক্টোবর) দুপুর সোয়া একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অসীম কুমার (৪৭) বাগেরহাট জেলার ফকিরহাট এলাকার তুষার কান্তি দাস'র ছেলে।
তিনি র্যাগস ফার্মাসিউটিক্যালস কোম্পানির বরিশাল বিভাগের এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনার পর প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা।
খবর পেয়ে নলছিটি থানা পুলিশের একটি টিম লাশ উদ্ধার করে নলছিটি থানায় নিয়ে আসেন।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুঃ আতাউর রহমান জানান, দুরর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.