ঝালকাঠিতে স্বামী মতিয়ার রহমানের অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজী পরীক্ষায় প্রক্সি দেয়ার অপরাধে স্ত্রী কলেজছাত্রী মারিয়া রহমানকে ১ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঝালকাঠি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) বশির গাজি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বশির গাজি বলেন, ঝালকাঠি সরকারি মহিলা কলেজ কেন্দ্রের চলমান অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি পরীক্ষায় ঝালকাঠি সরকারি কলেজের ছাত্র মতিয়ার রহমানে পরিবর্তে তার স্ত্রী বরিশাল সরকারি মহিলার কলেজের ছাত্রী মারিয়া অংশ নেন। বিষয়টি ঝালকাঠি সরকারি মহিলা কলেজ কেন্দ্রের পরিদর্শকদের নজরে আসলে প্রশাসনকে জানানো হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রক্সি দেওয়ার দায়ে মারিয়ার এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.