ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাটের শিরযুগ গ্রামে সিঁধকেটে ঘরে প্রবেশ করে ষাটোর্ধ হোসনেয়ারা নুরী নামে এক নারীকে দুর্বৃত্তরা কু’পি’য়ে হ’ত্যা করেছে বলে অভিযোগ পাওয়াগেছে।
বুধবার দিবাগত রাতের এই হত্যাকাণ্ড সংগঠিত হয়। হত্যাকান্ডে নিহত হোসনে আরা নুরী শিরযুগ গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে সিঁধকেট ঘরে প্রবেশ করে হোসনে আরা নুরী নামের ওই নারীকে কুপিয়ে হত্যা করা হয়। প্রতিবেশিরা সকালে হোসনে আরার ঘরে তাকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। নুরী তাদের বসতবাড়ীতে একাই বসবাস করতেন। তার দুই সন্তানের মধ্যে ছেলে মিলন চাকরির সুবাদে চট্টগ্রাম এবং মেয়ে মলি স্বামীর সাথে ঝালকাঠি শহরে বসবাস করছে।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম জানান, চুরির উদ্দেশ্যে সিঁধকেট ঘরে প্রবেশের পর তাদের চিনে ফেলায় হোসনে আরা নুরীকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.