ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. রুহুল আমিন রুবেলের দোকান দখল ও তাকে হত্যার হুমকী দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় সে বুধবার ঝালকাঠি সদর থানায় সাধারণ ডায়েরী করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, শহরের কলেজ মোড়ে দীর্ঘ ১০ বছর ধরে তার একটি দোকান ঘর রয়েছে। এলাকার মোঃ আমিন হাওলাদার (৩০), শামিম হাওলাদার (২২) বেশ কিছুদিন যাবত জবর দখলের চেষ্টায় লিপ্ত হয়।
তারই ধারাবাহিকতায় গত বুধবার দুপুর ১ টার দিকে মোঃ আমিন ও শামিমসহ অজ্ঞাতনামা ০৮/১০ জন মিলে সাংবাদিক রুহুল আমিন রুবেল এর দোকানটি দখল করার চেষ্টা করে।
এতে বাঁধা দিলে তারা ধাড়ালো ছেনা ও লাঠিসোটা নিয়া ত্যাড়ে আসে এবং সাংবাদিক রুবেল ও তার স্ত্রীসহ পরিবারের সদস্যদের খুন জখমের হুমকি দেয়।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনও ঝালকাঠি সদর থানায় জিডি জিডি (নং: ১১৭) দায়ের করেন।
সাংবাদিক রুহুল আমিন রুবেল বলেন,‘ হুকমীর ঘটনায় আমি জীবনের নিরাপত্তা চেয়ে আইনের আশ্রয় নিয়েছি। আাশা করছি পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।
এ ব্যাপারে ইতিমধ্যে পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে। তদন্ত করে পরবর্তী ব্যাবস্হা নেয়া হবে বলে থানা পুলিশ জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.