ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে বিধি লঙ্ঘন করে সরকারি সম্পত্তির পজিশন হস্তান্তরের অভিযোগ উঠেছে দলিল লেখক মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে। উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসের মধ্যে এ ঘটনা ঘটে। মনিরুজ্জামান উপজেলার পূর্ব রাজাপুর (খারাকান্দা) এলাকার মৃত মোসলেম আলী খানের ছেলে।
রাজাপুর সাব-রেজিস্ট্রার অফিস সূত্রে জানাগেছে, সরকারি লাইসেন্স প্রাপ্ত দলিল লেখকরা সাব-রেজিস্ট্রার অফিস কর্তৃপক্ষের কাছে আবেদন করে মৌখিক ভাবে বসার জায়গা নিয়ে পারেন। ঐ জায়গা কারো কাছে বিক্রয় বা হস্তান্তর করার কোন বিধান নাই। কিন্তু বিধি লঙ্ঘন করে মনিরউজ্জামান তার পজিশন ফরিদুল ইসলাম নামে এক ব্যক্তির কাছে নগদ অর্থের বিনিময় বিক্রয় করেন। এ ঘটনায় গত বুধবার মনিরউজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রাজাপুর সাব-রেজিস্ট্রার অফিস কর্তৃপক্ষ।
এ ব্যাপারে অভিযুক্ত মো. মনিরউজ্জামান এর কাছে জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে জানায়, ওটা আমার চেম্বার আমি কেন বিক্রয় করবো। আমি শুনেছি দলিল লেখক আলকাস তার পজিশনের অর্ধেকটা দুই লাখ টাকায় বিক্রয় করেছেন।
এ ব্যাপারে রাজাপুর উপজেলা সাব-রেজিস্টার ইয়াসমিন সিকদার বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.