ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি।
মেলায় ২০টি স্টলে বিভিন্ন ধরণের ফলদ, ঔষধী, বনজ বৃক্ষের পাশাপাশি ফুল গাছের প্রদর্শণ করা হয়। মেলায় এসব গাছের চারা বিক্রিও করা হচ্ছে। উদ্বোধন শেষে মেলার স্টল পরিদর্শন করেন অতিথিরা। এ উপলক্ষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলার ভারপ্রাপ্ত বন কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক সরদার মো. শাহ আলম। জেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে সাত দিনব্যাপী বৃক্ষ মেলার আয়োজন করে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.