ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের পরমহল গ্রামের ৩নং ওয়ার্ডের এক কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ শুক্রবার সকালে নবগ্রাম ইউনিয়নের খলিফাবাড়ির মোড় থেকে হাসেম চৌকিদারের বাড়ি পর্যন্ত রাস্তা পাকাকরণের দাবিতে ওই সড়কে এ মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগী এরাকাবাসী।
এতে ওই এলাকার নারী-পুরুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে অন্যান্যার মধ্যে বক্তব্য দেন, স্থানীয় মাইনুল খলিফা, মোফাজ্জেল হওলাদার, নয়ন হাওলাদারসহ অনেকে। বক্তারা বলেন, গুরুত্বপূর্ন এ সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজারো মানুষের যাতায়াত। চলছে ছোট ছোট যানবাহনও। কিন্তু বর্ষায় চরম ভোগান্তিতে পড়তে হয় সবাইকে। জল-কাঁদায় ঘটে দুর্ঘটনাও। তাই আসন্ন বর্ষা মৌসুমের আগেই সড়কটি পাকাকরণের জন্য দাবী জানানো হয় এ কর্মসূচি থেকে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.