ঝালকাঠি প্রতিনিধিঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে পাঠকপ্রিয় জাতীয় দৈনিক যুগান্তর’র ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। পত্রিকাটির ২৩ বছরে পদার্পন উপলক্ষে বুধবার সকাল ১০টায় স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে সুধী জনদের নিয়ে কেক কাটেন জেলা প্রশাসক মো. জোহর আলী। যুগান্তর’র জেলা প্রতিনিধি মো. আক্কাস সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী।
বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. লিয়াকত আলী তালুকদার, প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুল আমিন খান সুরুজ, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল, দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার ও ইসরাত জাহান সোনালী, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি হেমায়েত উদ্দিন হিমু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, সুশাসনের জন্য নাগরিক সুজন’র সদর উপজেলা শাখার সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সহকারী শিক্ষক সমাজের সভাপতি মো. রফিকুল ইসলাম, রিপোটার্স ইউনিটির সভাপতি আল-আমিন তালুকদার ও জেলা ছাত্রলীগের সহসভাপতি উজ্জল মজুমদারসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, যুগান্তর পত্রিকা শুরু থেকেই পাঠকপ্রিয়তা অর্জন করেছে। তথ্য বহুল সঠিক সংবাদ প্রকাশের মদ্য দিয়ে এই ধারাবাহিকতা অব্যহত রাখতে হবে। নানা ধরণের সংবাদ প্রকাশের পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডও তুলে ধরতে হবে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.