ঝালকাঠি প্রতিনিধিঃ
মোবাইল ফোন সেট কিনতে টাকা না দেয়ায় মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁ'স লাগিয়ে আ'ত্ম'হ'ত্যা করেছে মহিউদ্দিন মৃতুল নামের ১৮ বছর বয়সী এক কিশোর। শনিবার (০৩জুন) দুপুর ৩ টায় ঝালকাঠি পৌর এলাকার কৃষ্ণকাঠি (টেম্পুষ্টান্ড) ব্রীজ সংলগ্ন আমির আলী হাওলাদারের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার আত্মহত্মার তথ্য নিশ্চিত করে বলেন, 'আমরা লাশের সুরতহাল করেছি, তাতে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা। এর বাইরে যদি কিছু থাকে সেটা ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর যানা যাবে।'
নিহত মৃতুলের মা তাসলিমা বেগম বলেন, 'আমার ছোট ছেলে কলেজ রোড এলাকায় গ্রীল ওয়ার্কসপে কাজ করতো। গত সাত দিন যাবৎ কাজে যায়না। মোবাইল কেনার জন্য টাকা চায় প্রতিদিন টাকার জন্য ঘরে আমার সাথে চেচামেচি করে। আমি টাকা যোগার করে দিতে না পাড়ায় আত্মহত্যা করেছে।'
আরও পড়ুন : ঝালকাঠিতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক ইনান
নিহতের বড়বোন শান্তা বেগম বলেন, 'আমার বাবা ফারুক হোসেন ৭ বছর আগে মারাযায়। তারপর আমার মা সোহাগ হোসেন নামের এক রং মিস্ত্রীর সাথে বিবাহ বসেন। সেই ঘরেই থাকতো ছোটো ভাই মৃতুল। তবে নিহত মৃতুল বেশির ভাগ সময় নেশা করতো।'
নিহতের ভাই মো. অনিক বলেন, 'ঘটনার সময় বাসায় কেউ ছিলেননা। আব্বু দুপুরে বাসায় গিয়ে দরজা নক করলে ভিতর থেকে কোনো সাড়া না পায়ে প্রবিবেশিদের নিয়ে দরজে ভেঙে দেখতে পায় মৃতুল গলায় ওড়না পেছিয়ে জানালার সাথে বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্মা করেছে।'
সদর থানা পুলিশ জানিয়েছে প্রাথমিক সুরতহাল শেষে লাশের ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রকৃয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.