ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে ফুটপাত দখল করে সাধারণ পথচারীদের যাতায়াতে বিঘ্ন করায় তিন দোকানীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। নলছিটি উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে এ অভিযান পরিচালনা করেন। এসময় তিন ব্যবসায়ীকে ৫০০ টাকা করে মোট ১৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
একই সাথে ভবিষ্যৎ এ ধরনের অপরাধ করা থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে। সরেজমিনে দেখা গেছে নলছিটি শহরের গলির ভিতরের রাস্তা এমনিতেই সরু। এর মধ্যে আবার অনেক দোকানী নিজেদের দোকানের মালামাল ফুটপাতে ফেলে রাখেন এতে সাধারণ মানুষদের চলাচলের অসুবিধার পাশাপাশি যানবাহনের জানজট সৃষ্টি হয়। এসময় উপজেলা নির্বাহী কার্যালয়ের নাজির রাজিব কান্তি দাস সহ আনসার সদস্যগন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.