ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলার সারেঙ্গল গ্রামে বিদ্যুতায়িত হয়ে জালাল সিকদার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। (০৯ আগষ্ট) সোমবার সকাল ১০টার দিকে বাড়ির পার্শে জমিতে পরে থাকা জালাল'কে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জালাল সারেঙ্গল গ্রামের আব্দুর রশিদ সিকদারের পুত্র।
জালালের চাচাতো ভাই আবু সুফিয়ান মিন্টু জানান, আমন বীজ রোপনের জন্য সকালে নিজের জমি চাষাবাদ করতে যায় জালাল সিকদার। আগে থেকেই জমিতে ছিড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তার সরাতে গেলে হাতে ও গলায় জড়িয়ে ছিটকে পরে যায় জালাল।পাশের জমিতে কাজ করা শ্রমিকরা জালালকে পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দিলে তারা গিয়ে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জালাল সিকদার কে মৃত ঘোষনা করেন। পরে মৃতদেহ স্বজনরা বাড়িতে নিয়ে যান।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.