ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে বাস চাপায় মহিউদ্দিন (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ এপ্রিল ) বিকাল ৫ টার দিকে
ফায়ার সার্ভিস মোড় এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মহিউদ্দিন উপজেলার মনোহরপুর এলাকার কবির হোসেন ইকবালের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা ভান্ডারিয়াগামী ইতি পরিবহণ বাসের সাথে মোটরসাইকেলটি একটি অটোরিকশাকে
অতিক্রম করার সময় চাপা পড়ে এতে গুরুতর আহত হয় মোটরসাইকেল চালক । তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে রাজাপুর থানার এসআই জসিম বলেন, ঘাতক বাসটি পালিয়ে গেছে । এ ঘটনায় পরিবারের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.