ঝালকাঠি প্রতিনিধি:
ঘূর্ণিঝড় সিত্রাং-এ ক্ষতিগ্রস্ত স্কুলের টিনের ভবন মেরামত ও নতুন ভবন নির্মানের দাবিতে মানববন্ধন করেছে ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের হিমানন্দকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার বেলা ১১ টায় বিদ্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
মানববন্ধন চলাকালে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, হিমানন্দকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রুমি আক্তার, মেহেনাচ আক্তার, সচীন দেবনাথ, দ্বীপজয় বেপারী, তমা খানম, ফাতেমা আক্তার, রিমি আক্তার।
বক্তারা বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং-এ হিমানন্দকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের ভবনের টিনের চালা উড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্রেনী কক্ষে পাঠদান করা সম্ভব নয় । তাই বাধ্য হয়ে পাশ^বর্তী প্রাথমিক বিদ্যালয়ের পতিত্যক্ত কক্ষে ক্লাস করতে হচ্ছে। এতে শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে। তাই দ্রæত ঘুর্ণিঝড় সিত্রাং-এ বিধস্ত টিনের ভবন মেরামত এবং একটি নতুন ভবনের দরকার।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.