ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠী আগমনী রাতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ভক্ত দর্শনার্থীদের প্রাণচাঞ্জল্য ফুটিয়ে তুলেছেন বরিশালে ডিআইজি এস এম আক্তারুজ্জামান।
সোমবার রাত ৮টায় ঝালকাঠি একাধিক পূজামন্ডব পরিদর্শন করেছেন তিনি। ঝালকাঠি চাঁদকাঠী বাগানবাড়ী ও মদন মোহন আখড়াবাড়ী এসে বক্তব্য শেষে বিনোদন মূলক গান পরিবেশন করেন এবং তার গানের সাথে উপস্থিত দর্শনার্থীরা নেচেছেন।
তার এই স্বতর্স্ফুত অংশ্রহণ হিন্দু সম্প্রদায়ের মধ্যে প্রাণচাঞ্চল্য ও উৎসবের নতুনমাত্রা যুক্ত করেছে। ঝালকাঠি মদন মোহন আখড়াবাড়িতে জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর ডাঃ অসীম কুমার সাহার সভাপতিত্বে ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইসয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল প্রশান্ত কুমার দে, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক তরুণ কর্মকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং নারী-পুরুষ ভক্ত দর্শনার্থীরা উপস্থিত ছিলেন। এসময় ডিআইজির পক্ষ থেকেে ভক্ত ও দর্শনার্থীদের জন্য মিষ্টি বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.