ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে তিন মামলার ওয়ারেন্টভুক্ত ও পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসুম আকন ওরফে মাসুম কারিগরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২২ আগস্ট) রাতে উপজেলার কলেজমোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২৩ আগস্ট) সকালে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া মাসুম আকন নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ভবানীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। নলছিটি থানার ওসি আবদুস সালাম জানান, মাসুমের বিরুদ্ধে তিনটি মামলায় তিনটি গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এর মধ্যে একটি মাদক মামলায় আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.