ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি ডিবি পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ সিয়াম নামে এক মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১১মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি জেলা ডিবি পুলিশের অভিযানে ঝালকাঠি সদরের নবগ্রাম ইউনিয়নের ক্ষাদইক্ষিরা গ্রামের সেলিমের দোকানের সামনে থেকে রাজাপুর উপজেলার আঙ্গারিয়া গ্রামের মোহাম্মদ মাসুদ হাওলাদার এর ছেলে মোহাম্মদ সিয়াম ইসলাম (২০) কে ৭০ পিস ইয়াবাসহ ডিবি পুলিশের একটি টিম আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বৃহস্পতিবার রাতেই ঝালকাঠি সদর থানায় মামলা দায়ের হয়েছে মামলা (নম্বর-৮) ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) মো :মনিরুজ্জামান বলেন, জনাব মোহাম্মদ আফরুজুল হক টুটুল পুলিশ সুপার মহোদয়ের মাদকবিরোধী অভিযান সফল করতে আমরা জেলাকে মাদকমুক্ত করার জন্য ২৪ ঘন্টা অভিযান চালিয়ে যাচ্ছে। ঝালকাঠি জেলাকে মাদক মুক্ত করার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.