ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে একটি ডাকাতির মামলায় ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, পরিশোধ না করলে আরো ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়। বুধবার বিকেলে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাসুদুর রহমান এ রায় ঘোষণা করেন। জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌসুলি আসম মোস্তাফিজুর রহমান মনু এ তথ্য জানিয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন চঁান মিয়া সোহেল, শহিদুল ইসলাম, মো. নাসির, আমিনুল ইসলাম, ইশ্রাফিল বেপারী ও দলিল উদ্দিন শেখ। এদের মধ্যে শহিদুল ইসলাম আসামি আদালতে উপস্থিত ছিলেন, অন্যরা পলাতক রয়েছে। মামলার বিবরণে জানাযায়, ২০০৮ সালের ২৯ জুলাই রাতে দক্ষিণ রাজাপুর গ্রামে হাজী মুনসুর আলীর বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ লক্ষাধিক টাকা ও মালামাল নিয়ে যায়। এ ঘটনায় পরের তিনি বাদী হয়ে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেন। থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম তদন্ত শেষে ২০০৯ সালের ১৪ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১২ জনের সাক্ষ্যগ্রহণ করে এ রায় দেন। জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌসুলি আসম মোস্তাফিজুর রহমান মনু জানান, দণ্ডপ্রাপ্তদের মধ্যে চান মিয়া সোহেলের বাড়ি রাজাপুরের নিজ গালুয়া গ্রামে। অন্যদের বাড়ি মানিকগঞ্জের বিভিন্ন এলাকায়।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.