ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে ঝালকাঠি জেলা বিএনপির কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাসাস এর কেন্দ্রীয় কমিটির আহবায়ক চিত্রনায়ক হেলাল খান।
প্রধান বক্তা ছিলেন সদস্যসচিব জাকির হোসেন রোকন। সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম জামাল, সদর উপজেলা বিএনপির সভাপতি এস এম এজাজ হাসান, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান। সম্মেলনের সভাপতিত্ব করেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক লিয়াকত আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চিত্রনায়ক হেলাল খান বলেন, এক দফা আন্দোলনে জাসাস নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকতে হবে। খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এসব দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.