ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বিশেষ অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোর চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন, আব্দুল জলিল (৩৫), আব্দুর রাজ্জাক (২৭), সাব্বির খান (২০), শামীম হাওলাদার (১৯) ও আরিফ তালুকদার (১৪)।
পুলিশ জানায়, ঝালকাঠিতে সম্প্রতি চুরি বেড়ে যায়। সংঘবদ্ধ একটি চক্র এই চুরির সাথে জড়িত। চোরের দল বিভিন্ন বাড়িতে চেতনানাশক ট্যাবলেট খাবারে মিশিয়ে ঘরের লোকজন অজ্ঞান করে রাতে চুরি করে। অপর একটি গ্রুপ বিভিন্ন স্থান থেকে ইজিবাইক চুরি করে আসছিল। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কয়েক দিন ধরে এই চক্রটিকে গ্রেপ্তারের চেষ্টা চালায়। অবশেষে মঙ্গলবার রাতে এই চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
এদের মধ্যে দুইজন একটি ইজিবাইক চুরি করে পালাচ্ছিল। জিজ্ঞাসাবাদে তাঁরা চুরির কথা পুলিশের কাছে স্বীকার করেছে। পুলিশ চোরদের কাছ থেকে জব্দ করা একটি অটোরিকশা মালিকের কাছে হস্তান্তর করেছে।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, চোর চক্রটির পাঁচজনকে জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এ চক্রের সাথে আরো অনেকে জড়িত। তাদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.