ঝালকাঠি প্রতিনিধিঃ
বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণহত্যার প্রতিবাদসহ ১দফা দাবিতে কোটা বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা ঝালকাঠিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে।
শনিবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে ১ দফা বাদিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এসময় কোটা বৈষম্য বিরোধী ছাত্ররা বিক্ষোভ মিছিলসহ সরকার বিরোধী নানা শ্লোগান দেয়।
এ আন্দোলনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাথীরা অংশ নেয়। শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ সমাবেশ পালন করে বিক্ষোভে অংশ গ্রহণ করা শিক্ষাথীরা। এসময় বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে গুলি করে নিরীহ ছাত্র, সাধারণ মানুষকে হত্যার নিন্দা জানান এবং অবিলম্বে ১ দফা মেনে নিয়ে সরকারের পদত্যাগের দাবি জানান। ঝালকাঠি ছাত্র সমাজের আয়োজনে বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থীরা এতে অংশ নেয়।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.