ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. হাসান তালুকদার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ মার্চ) সকালে উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মো. হাসান তালুকদার ওই এলাকার মোহাম্মদ আলী তালুকদারের ছেলে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত হাসান তালুকদার দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে উত্ত্যক্ত করতেন এবং প্রেমের প্রস্তাব দিতেন। ভুক্তভোগীর পরিবার বিষয়টি হাসানের অভিভাবকদের জানালে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর গত ২৫ মার্চ সকালে কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে অভিযুক্ত ওঁত পেতে থেকে তার মুখ চেপে ধরে এবং ধারালো কাঁচির ভয় দেখিয়ে পাশের একটি বাগানে নিয়ে যায়। সেখানে মেয়েটিকে মাটিতে ফেলে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর ভুক্তভোগীর মা শনিবার (২৯ মার্চ) সকালে নলছিটি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মো. হাসান তালুকদারকে গ্রেপ্তার করে।
নলছিটি থানার ওসি আব্দুস ছালাম বলেন, "ধর্ষণের অভিযোগ পাওয়ার পরপরই আমরা অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। মামলাটির তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.