ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে শিশু অধিকার, জেন্ডার ভিত্তিক সহিংসতা, প্রজনন স্বাস্থ্য ও শিশু সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ওয়াই মুভস্ প্রকল্পের আওতাধীন এ প্রশিক্ষনের আয়োজন করে ইয়েস বাংলাদেশ।
স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে গত ২৯ থেকে ৩১ মে পর্যন্ত তিন দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণ দেন ঝালকাঠি এনসিটিএফ এর জেলা ভলেন্টিয়ার বীথি শর্মা বনিক এবং মো. নয়ন তালুকদার।
প্রশিক্ষণে ঝালকাঠির এনসিটিএফ এর ১১জন সদস্য অংশগ্রহণ করেন এবং গত ৩১ মে প্রশিক্ষণের আনুষ্ঠানিক সমাপ্তি হয়। প্রশিক্ষণে জাতিসংঘের শিশু অধিকার সনদ অনুযায়ী বাংলাদেশের শিশুদের সকল অধিকার প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশকে একটি শিশুবান্ধব দেশ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.