ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সদর ইউনিয়নের আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদারের প্রচারনার শেষ মুহুর্তে পথসভায় জনতার মিলন মেলায় পরিণত হয়েছে।
শনিবার সন্ধ্যায় কাঠালিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামীলীগেরউদ্যোগে নাহিদ সিকদারের নৌকা প্রতীকের এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পদাক ও পৌর কাউন্সিলর বাবু তরুন কর্মকার, বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনির, ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান উজির, নৌকা মার্কার প্রার্থী মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, জেলা পরিষদ সদস্য মোঃ সাখাওয়াত হোসেন অপু, রেবা রানী মন্ডল, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ ফাইজুল আলম ফিরোজ, সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন রিয়াজ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম. এম. তারিকুজ্জামান বুলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাঈদ আহমেদ জিসান, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খানসহ আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা আগামী ২১ তারিখ নির্বাচনে সুন্দর কাঠালিয়া গড়তে নৌকা প্রার্থী মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। একওই সাথে মাদকমুক্ত কাঠালিয়া গড়ার আহবান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মামুন হাওলাদার, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ রোকন সিকদার। কোরআন ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা খাইরুল আমিন ছগির।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.