ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর থানা পুলিশের হাতে চেক জালিয়াতির দুইটি পৃথক মামলার ওয়ারেন্ট ভূক্ত পলাতক এক নারী আসামি গ্রেপ্তার হয়েছে। রবিবার (১১সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের থানারোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ঐ নারীর নাম আয়শা আক্তার সুমা (২২)। সে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের নারিকেল বাড়িয়া এলাকার আব্দুল জলিল আকনের মেয়ে।
পুলিশ জানায়, ২০২১ সালে সুমাকে আসামি করে ঢাকার মতিঝিল ও যশোর থানায় পৃথক দুইটি চেক জালিয়াতির মামলা হয়। ঐ মামলায় সুমার নামে ওয়ারেন্ট আসলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এছাড়াও সুমার নামে রাজাপুর থানায় আরো একটি ডিজিটাল মামলা রয়েছে বলেও পুলিশ জানায়।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় সুমার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে তাকে পুলিশ প্রহরায় ঝালকাঠি বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানায়।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.