ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাড. রমিসা খাতুন সীমু আর নেই।
শনিবার (২৭ জানুয়ারী) বাদ যোহর রাজাপুরে নিজ গ্রামের বাড়িতে জানাজা নামায শেষে রাজাপুর সরকারি কলেজ সংলগ্ন পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ২৬শে জানুয়ারী দিবা গত রাত ২টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে
ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বনি আমিন বাকলাই বলেন, রমিসা খাতুন সীমু অনেক দিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গতকাল রাতে মৃত্যু বরণ করেন। তিনি অন্তত ভালো একজন মানুষ ছিলেন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। ঝালকাঠি জেলা আইনজীবী সমিতি সহ বিভিন্ন ব্যক্তি, সংগঠন, প্রতিষ্ঠান শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.