বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া সমাজকল্যান সংস্থার একযুগ পুর্তি উপলক্ষ্যে আলোচনা সভা, ওয়াজ মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা চিংড়াখালী সিনিয়র মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমাজকল্যান সংস্থার সভাপতি হাফেজ মাওলানা মৃহাম্মদ মহিউদ্দিন রব্বানী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন থানার পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহীন, কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, অধ্যক্ষ মাওলানা মো. রুহুল আমিন, সাংবাদিক ও অধ্যাপক মো. আবদুল হালিম।
প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব ড. মাওলানা আবু বকর ছিদ্দিক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা দেলোয়ার হোসাইন আনছারী, মাওলানা মো. মনিরুজ্জামান মিয়াজী, ঢাকা স্বরশিল্প সাংস্কৃতিক একাডেমির পরিচালক মাওলানা আরিফুর রহমান আযাদ প্রমূখ। অনুষ্ঠান শেষে কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.