বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার তারাবুনিয়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সুজন ঘরামী (৩০)নামে স্কুল শিক্ষক নিহতের ঘটনায় দু’দিন পর মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার (১০মার্চ) সকালে নিহতের পিতা আঃ মালেক ঘরামী বাদী হয়ে ১৪জনকে আসামি করে কাঠালিয়া থানায় এ হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত সোমবার (৭মার্চ) সকলে উপজেলার তারাবুনিয়া বাজারে সোহরাফ হোসেনের চায়ের দোকানের সামনে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী জাকির মৃধা ও তাদের লোকজনের অতর্কিত হামলায় একই গ্রামের আঃ মালেক ঘরামীর ছেলে কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক(কৃষি) সুজন ঘরামী(৩০), তার ছোট ভাই শাহীন ও বাবা আঃ মালেক গুরুতর আহত হয়। এদের মধ্যে সুজন ঘরামীকে আশংকাজনক অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র (আমুয়া), বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়। পরের দিন মঙ্গলবার (৮ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সুজন ঘরামী।
কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী জানান, স্কুল শিক্ষক সুজন ঘরামী নিহতের ঘটনায় তার বাবা আঃ মালেক ঘরামী বাদী হয়ে ১৪জনকে আসামি করে কাঠালিয়া থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় অভিযুক্ত আসামিদের দ্রæত গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.