শোক বার্তা:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জাকির হোসেন ফরাজী ও ঢাকার কেয়ার এ্যাডভাইটারজিং ফার্মের স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মো. ফরিদুজ্জামান জাহাঙ্গীর ফরাজীর মাতা মোসা. জাহানারা বেগম (৭৮) শুক্রবার দিবাগত রাত সাড়ে এগারটায় বার্ধক্যজনিক কারনে ঢাকার বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি. . .রাজিউন)।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাকে গতকাল শনিবার উপজেলার কৈখালী বাজারের নিজ বাস ভবনের সামনে বাদ জোহর জানাজা শেষে উপজেলার কৈখালী বাজারের (উত্তর চেঁচরী) পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব বজলুল হক হারুন, কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, চেঁচরীরামপুর ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, গালুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মজিবুল হক কামাল, আওয়ামী লীগ নেতা তরুন সিকদার, প্রেস ক্লাবের সভাপতি সিকদার মো.কাজল, উপজেলা সুজনের সভাপতি অধ্যাপক মো. আবদুল হালিম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.