বিশেষ প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়ায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইমাম ও আলেমদের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার কাঠালিয়া মডেল রিসোর্স সেন্টারে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া থানার তদন্ত কর্মকর্তা এইচ এম শাহীন। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি ইসলামিক ফাউন্ডেমনের ফিল্ড অফিসার মো. নান্নু কবির পলাশ। কাঠালিয়া ফিল্ড সুপার ভাইজার মু. মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মডেল কেয়ারটেকার মো. আনিচুর রহমান, ইমাম মাওলানা মো. নজরুল ইসলাম মধু, মাওলানা মো. আনোয়ার হোসেন প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ইমামরা মসজিদের খুতবায় ও বিভিন্ন সভা-সমাবেশে সচেতন করলে সমাজ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ দূর হবে। ইমাম ও আলেমরা এ বিষয়ে অতীতে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করেছেন। তাই সমাজে ইমাম ও আলেমদের অনেক কিছু করনীয় রয়েছে।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক ও বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.